বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:৩৬
মানুষের জঘন্যতম একটি ত্রুটি!

নিজের মধ্যে যে ত্রুটি বিদ্যমান, সেই একই ত্রুটির জন্য অন্য কাউকে অপমান ও অপদস্ত করা মানুষের অন্যতম বড় ত্রুটি!

হাওজা নিউজ এজেন্সি: নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন,
كَفى بِالْمَرءِ عَيْـبا اَنْ يَنْظُرَ مِنَ النّاسِ اِلى ما يَعْمى عَنْهُ مِنْ نَفْسِهِ،اَوْ يُعَيِّرَ النّاسَ بِـما لا يَسْتَطيعُ تَرْكَهُ

একজন মানুষের জন্য এটাই যথেষ্ট বড় ত্রুটি যে, সে (অন্য) মানুষের মধ্যে এমন ত্রুটি দেখে- যা তার নিজের মধ্যেও রয়েছে কিন্তু সে তা দেখতে পায় না; অথবা সে মানুষকে এমন জিনিসের জন্য তিরস্কার করে যা সে নিজে ত্যাগ করতে পারে না।

[আমালী মুফিদ, পৃষ্ঠা- ৬৭]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha